শুভেন্দুর গড়ে আবারো ভাঙ্গন।বিজেপি ছেড়ে তৃনমুলে যোগদান।শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা আদক মাইতি বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগদান করে।
২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ টি ব্লকের মধ্যে চারটে ব্…
শুভেন্দুর গড়ে আবারো ভাঙ্গন।বিজেপি ছেড়ে তৃনমুলে যোগদান।শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা আদক মাইতি বিজেপি ছেড়ে এবার তৃণমূলে যোগদান করে।
২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলায় ২৫ টি ব্লকের মধ্যে চারটে ব্লক হাতছাড়া হয়েছিল তৃণমূলের। চারটি ব্লক বিজেপি দখল করেছিল। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় সংগীতা আদক মাইতি। দীর্ঘ দু বছর পর পঞ্চায়েত সমিতির সভাপতি সংগীতা আদক মাইতি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিলেন। তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে যোগদান করে বৃহস্পতিবার বিকালে। তৃণমূল নেতৃত্ব তথা সভাপতি সুজিত রায়, সভাধিপতি উত্তম বারিক, তমলুকের বিধায়ক সৌমেন কুমার মহাপাত্র, মহিষাদলের বিধায় তিলক চক্রবর্তী,হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর, হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল সহ একাধিক নেতৃত্বদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেয়। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ছিল ৩০। তৃণমূল কংগ্রেস ১৩, বিজেপি ১৬, সিপিআইএম ১,। আগামী কয়েকদিনের মধ্যে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস দখল করবে এমনটাই জানালেন তৃণমূল কংগ্রেস তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়।বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করা শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি সংগীতা আদক মাইতি বলেন বিজেপিতে থেকে কাজ করা সম্ভব ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নীতি আদর্শ মেনে তৃণমূল কংগ্রেসে কাজ করবে এমনটাই জানালেন। যোগ দেওয়ায় বিজেপি নেতা বামদেব গুছাইত চরিত্রহীন ও দুর্নীতিগস্থ বললেন।


No comments